
পটুয়াখালীতে প্রাইমারি নিয়োগ পরীক্ষা শুরু

পটুয়াখালী প্রতিনিধি : সারা দেশের ন্যায় পটুয়াখালীতে শুরু হয়েছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা। শুক্রবার বেলা ১১টায় দ্বিতীয় ধাপের এ পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর বারোটা পর্যন্ত। জেলার ১৭টি কেন্দ্রে ১২হাজার ৮৫ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহন করেছে। সকাল থেকেই এসব কেন্দ্রের সামনে পরীক্ষার্থীর ভীড় লক্ষ করা গেছে। তবে ছুটির দিনে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় শহরে তেমন যানযট কিংবা ভোগান্তি লক্ষ করা যায়নি। দীর্ঘদিন পর পরীক্ষায় অংশগ্রহন করতে পেরে পরীক্ষার্থীদের মাঝে এক ধরনের উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে।
১০ বার ভিউ হয়েছে