
পটুয়াখালীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর লাউকাঠীতে জেলা কমিউনিস্ট পার্টির যুগ্ন-সাধারন সম্পাদক কমরেড সুভাষ নাগ এর বসত বাড়িতে একদল সন্ত্রাসী কর্তৃক হামলা, ভাংচুর ও স্ত্রী, পুত্র এবং কন্যাকে মারধর করে গুরুত্বর জখম করার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেন।
বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় নেতা ও জেলা শাখার সদস্য অধ্যাপক মুস্তাফিজুর রহমান, জেলা জাসদের সাধারন সম্পাদক শ.ম দেলোয়ার হোসেন দিলিপ, জেলা ন্যাপের সাধারন সম্পাদক কাজী দেলোয়ার হোসেন দিলিপ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারন সম্পাদক সমীর কুমার কর্মকার, সদস্য মনিরুজ্জামান কায়ুম, সদস্য আবুল হোসেন, প্রগতিশীল লেখক সংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য সুভাষ চন্দ্র, জেলা যুব উন্নয়নের সদস্য সোহাগ মৃধা, জেলা ছাত্রইউনিয়নের আহবায়ক সোহেল আহমেদ প্রমুখ। #
বক্তরা বলেন, সন্ত্রাসী হামলা, ভাংচুর এবং নারী-পুরুষকে মারধর করে জখম ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।#