
পটুয়াখালীতে ঈদ-উল ফিতর উদযাপন

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীতে ৩টি দেশের সাথে সংগতি রেখে সদর উপজেলার বদরপুর দরবার শরীফ এলাকাসহ কয়েকটি গ্রামের কয়েক হাজার মুসলমান ঈদুল ফিতর উদযাপন করেছে। রবিবার সকাল ১০টায় বদরপুর দরবার শরীফ পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। এসময় এলাকার মুসুল্লিরা বলেন ৯০ বছর ধরে বিভিন্ন দেশের সাথে মিল রেখে এক দিন পূর্বে রোজা এবং ঈদ-পালন করে আসছেন তারা।
এলাকায় এরা হানাফি ও মাজহারের অনুশারী হিসেবে পরিচিত এবং তারা চট্টগ্রামের এলাহাবাদ, বদরপুর ও কানটুপির অনুশারী। তারা বলেন পৃথিবীর যে কোন স্থানে চাদ দেখা গেলেই সেদিন থেকে রোজা রাখা উচিৎ এবং সেটাই তারা পালন করে আসছেন।
১০ বার ভিউ হয়েছে