পটুয়াখালী প্রতিনিধি ; পটুয়াখালীর দশমিনায় সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ মজিবুর রহমান আজবাহার প্যাদাকে দন্ড দিয়েছে ইউএনও পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাত সাড়ে ৮টায় উপজেলা সদরের নলখোলা বন্দরে উচ্ছেদ অভিযানে বাধা প্রদানের অভিযোগ এনে তাকে এক মাসের বিনাশ্রম দÐ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল। দন্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার নলখোলা গ্রামের মৃত মুজাফ্ফার আলী প্যাদার ছেলে।
এবিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক (ইউএনও) মো. মহিউদ্দিন আল হেলাল জানান, উপজেলার নলখোলা বন্দরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছিলেন তিনি। এ সময় আজবাহার প্যাদা ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা দেন। সরকারি কাজে বাধার অভিযোগে তাকে এক মাস বিনাশ্রম কারাদÐ দেয়া হয়। পরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে আজবাহার প্যাদার স্বজনদের দাবি, আমাদের নিজস্ব রেকর্ডীয় জমির ঘর নোটিশ ছাড়া ভাঙার কারণ জানতে চেয়েছিলেন ইউএনওর কাছে। তিনি কোন সরকারি কাজে কোনো বাধা দেননি।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.