শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

পঞ্চগড়ে ৩য় দফায় টিসিবির পন্য বিতরণ শুরু

পঞ্চগড়ে ৩য় দফায় টিসিবির পন্য বিতরণ শুরু

পঞ্চগড় অফিস : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সারা দেশে ১ কোটি টিসিবির পন্য বিতরণের অংশ হিসেবে সারা দেশের ন্যায় পঞ্চগড়ে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পন্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২২ জুন) সকালে পঞ্চগড় পৌরসভার আয়োজনে পঞ্চগড় চিনিকল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুদুল হকসহ অনেকে।
জেলায় ৬৯ হাজার ৭৫ জনকে ফ্যামিলি কার্ডের মাধ্যেমে ৩য় পর্বে ৫৫ টাকা কেজি দরে ১ কেজি চিনি ও ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মশুর ডাল এবং ১১০ টাকা কেজি দরে ২ লিটার করে সয়াবিন তেল দেয়া হচ্ছে।

৩৮ বার ভিউ হয়েছে
0Shares