পঞ্চগড় অফিস : ‘‘চা দিবসের সংকল্প-সমৃদ্ধ চা শিল্প’’ এই প্রতিবাদ্যে পঞ্চগড়ে ২য় জাতীয় চা দিবস ২০২২ উদযাপন উপলক্ষে দিনব্যাপী চা মেলা, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড়ের আয়োজনে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শামীম আল মামুন,বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন প্রধানসহ অনেকে।
এর আগে চা দিবস উপলক্ষে বেলুন উড়িয়ে দিনব্যাপী চা মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: জহুরুল ইসলাম। চা এর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন পণ্য উৎপাদকদের নিয়ে ১৬ টি স্টলে এ মেলার আয়োজন করেছে বাংলাদেশ চা বোর্ড।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.