
পঞ্চগড়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

পঞ্চগড় অফিস : ‘মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ এই স্লোগানে পঞ্চগড়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।
রোববার সকালে পঞ্চগড় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই জায়গায় এসে শেষ হয়।
র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো.জহুরুল ইসলাম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জয়শ্রী রানী রায়,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক দিলারা রহমানসহ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।