
পঞ্চগড়ে ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

পঞ্চগড় অফিস : “আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার” শীর্ষক প্রকল্পের আওতায় মুজিব শতবর্ষে দেশের প্রথম ভূমিহীন ও গৃহহীন জেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়।
সর্বশেষ ১ হাজার ৪’শ ৫০জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর উপহার দিয়েছেন।
বৃহস্পতিবার (২১ জুলাই) বেলা ১২টার সময় গণভবন থেকে ভার্চুয়ালী সংযুক্ত থেকে পঞ্চগড় সদর উপজেলার মাহানপাড়া আশ্রয়ণ প্রকল্পের এলাকায় ৬২ টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে দুইশতক জমিসহ ঘরের চাবি তুলে দেয়ার মাধ্যমে পঞ্চগড়কে শতভাগ ভুমিহীন ও গৃহহীন মুক্ত জেলা ঘোষনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় মাহানপাড়া আশ্রয়ণ প্রকল্পে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রেলমন্ত্রী এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন,পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওহাব ভুঁইয়া, জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার ইউসুফ আলী, জেলা পরিষদ প্রশাসক আনোয়ার সাদাত সম্রাটসহ জেলা ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
জানা যায়, একই দিনে জেলার তিন পৌরসভা বাদে পাঁচ উপজেলার ৪৩ টি ইউনিয়নে ১ হাজার ৪’শ ১৩ টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের হাতে জমিসহ ঘরের চাবী তুলে দেয়া হয়। প্রধানমন্ত্রীর বিশেষ আশ্রয়ন প্রকল্পের আওতায় তিন ধাপে জেলার ৪ হাজার ৮’শ ৫০ জন ভূমিহীন ও গৃহহীন অসহায় মানুষ পেল নিজের ঠিকানা।
এতদিন জেলার বিভিন্ন প্রান্তে ছুটেচলা ও অন্যের জমিতে আশ্রয় নেয়া এসব পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে উচ্ছাসিত।
প্রধানমন্ত্রীর উপহারের জমিসহ পাকা ঘর পেয়ে অসহায় মানুষরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।