শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

পঞ্চগড় অফিস : পঞ্চগড়ের বোদা উপজেলায় বাঁশ ঝাড়ে বাশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সামিউল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার বোদা সদর ইউনিয়নের মাঝগ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত সামিউল একই গ্রামের দবিরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুৎ লাইনের পাশে বাঁশ কাটছিল সামিউল। এক পর্যায়ে কাটা বাঁশটি বিদ্যুতের তারে সাথে লেগে গেলে  সামিউল ইসলাম বিদ্যুতায়িত হয়ে আটকে যায়।
কিছুক্ষণ পর স্থানীয়রা তাকে বাঁশের সাথে আটকে থাকতে দেখে সেখান থেকে দ্রুত উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেন।
১৩ বার ভিউ হয়েছে
0Shares