
পঞ্চগড়ে নারী অধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধি কর্মশালা

পঞ্চগড় অফিস : পঞ্চগড়ে নারী অধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৭জুন) দুপুরে পঞ্চগড় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে বিকাশ বাংলাদেশ, উলাশী সৃজনী সংঘ এবং ট্রেডক্রাফট এক্সেচেঞ্জের বাস্তবায়নে ও ইউরোপীয় ইউনিয়ন ও ট্রেডক্রাফট এক্সেচেঞ্জের অর্থায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বিকাশ বাংলাদেশ নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাউদ্দীন প্রধানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন,পঞ্চগড় সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন, সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম,জেলা সমবায় অফিসার মামুনুর রশিদ, যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, সাতমেড়া ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি।
এসময় রিজোনাল কো-অডিনেটর আতিকুর রহমান,প্রশাসনিক কর্মকর্তা মজিবর রহমান, বিকাশ বাংলাদেশ পঞ্চগড় সদর উপজেলার কো-অর্ডিনেটর রেহানা পারভিন, নারী ক্ষমতায়ন প্রকল্পের জেলা এসোসিয়েশন এর সভাপতি পিয়ারা বেগম,উপজেলা নারী ক্ষমতায়নের সভাপতি আয়শা বেগম,সাধারন সম্পাদক শিউলী বেগমসহ কর্মশালায় বিকাশ বাংলাদেশের নারী সামাজিক এসোসিয়েশনের সদস্যসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।