পঞ্চগড়: পঞ্চগড়ে কাঁচা চা পাতার মূল্য নির্ধারণ কমিটির ধার্য্যকৃত মূল্যের চেয়ে কম দাম দিয়ে কৃষকদের কাছ থেকে ক্রয় করার অভিযোগে দুই চা কারখানাকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৫ জুলাই) বিকেলে অভিযান পরিচালনা করে নির্ধারীত মূল্যের চেয়ে কম দামে চা পাতা ক্রয় করার সত্যতা পেয়ে ভ্রাম্যমান আদালতে তাদের জরিমানা করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুল হক।
অভিযান সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে আমাদের কাছে অভিযোগ আসছিলো চা কারখানাগুলো নির্ধারীত মূল্যের চেয়ে অনেক কমে চা কৃষকদের কাছ থেকে চা পাতা ক্রয় করছে। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সদর উপজেলার দুই চা কারখানায় অভিযান পরিচালনা করে ও সংবাদের সত্যতা পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মৈত্রী টি ফ্যাক্টরি ৬ হাজার টাকা ও নর্থ বেঙ্গল সেন্ট্রাল টি ফ্যাক্টরিকে ৫ হাজার টাকাসহ মোট ১১ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
অভিযানে এসময় চা বোর্ড পঞ্চগড় কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শামীম আল মামুন, পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞাসহ পুলিস সদস্যরা উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.