পঞ্চগড়ে উপহার পেলো ১ হাজার ২১ টি ভূমিহীন-গৃহহীন পরিবার

পঞ্চগড় অফিস : পঞ্চগড় জেলায় ১ হাজার ২১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দুই শতক জমির মালিকানা ও ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।
ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর উপলক্ষে গতকাল মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। এসময় পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা,ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণায় উপকারভোগির হাতে দুই শত জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসক মো; জহুরুল ইসলাম,পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী।
জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ের প্রথম দফায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে পঞ্চগড় জেলায় ১ হাজার ২১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতক জমির সাথে সেমিপাকা ঘর হস্তান্তর করা হয়েছে।
এর মধ্যে পঞ্চগড় সদর উপজেলায় ৪৭০টি, বোদা উপজেলায় ১৪৫টি, দেবীগঞ্জ উপজেলায় ২০০টি, তেঁতুলিয়া উপজেলায় ১৫০টি এবং আটোয়ারী উপজেলায় ৫৬টি।