শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

নড়াইলে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত

নড়াইলে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত

শরিফুল ইসলাম নড়াইল : নড়াইলে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রতাপ বিশ্বাস (৩০) নামে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হয়েছে। প্রতাপ বিশ্বাস যশোর জেলার বাঘারপাড়া উপজেলার আদর কোটা গ্রামের পরিতোষ বিশ্বাসের ছেলে। আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে যশোর-নড়াইল সড়কের তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন সুত্রে জানা গেছে ,প্রতাপ বিশ্বাস যশোরের দিকে যাওয়ার সময়ে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইল অভিমুখি ট্রাকের সাথে মুখোমুাখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রতাপ বিশ্বাস নিহত হন।

তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুর রহমান জানান, ‘লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS