শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

নড়াইলে নারী মেম্বরকে ধর্ষণ চেষ্টা

নড়াইলে নারী মেম্বরকে ধর্ষণ চেষ্টা

শরিফুল ইসলাম নড়াইল ;নড়াইলের সদর উপজেলার বিছালী ইউনিয়নে নারী ইউপি সদস্য কে (মেম্বর) ধর্ষণের চেষ্টার অভিযোগে বায়েজিদ হোসেন (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ মে) রাত সাড়ে নয় টার দিকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

এলাকাবাসী ও ভুক্তভোগী ওই নারী মেম্বর বলেন, আমার স্বামী কিছুদিন আগে মারা গেছেন, শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে মির্জাপুর স্কুলের পূর্বদিকে আনোয়ার গাজীর বাড়িতে আমার ভাড়া করা বাসায় অবস্থান করছিলাম। সেখানে লম্পট বায়োজিদ হঠাৎ করে আমার ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় আমি চিৎকার করলে এলাকাবাসী আমাকে উদ্ধার করে এবং বায়োজিদ হোসেনকে আটক করে। পরে পুলিশে খবর দিলে মির্জাপুর ক্যাম্পের ইনচার্জসহ পুলিশ তাকে আটক করে সদর থানায় পাঠায়।

এ ব্যাপারে মির্জাপুর ফাঁড়ির ইনচার্জ (এসআই) মুরসালিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক বায়েজিদকে নড়াইল সদর থানায় প্রেরণ করা হয়েছে।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS