শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

নড়াইলে চেয়ারম্যানের স্বাক্ষর জাল করার অপরাধে ২১ দিনের কারাদন্ড ১ হাজার টাকা জরিমানা 

নড়াইলে চেয়ারম্যানের স্বাক্ষর জাল করার অপরাধে ২১ দিনের কারাদন্ড ১ হাজার টাকা জরিমানা 

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইলে চেয়ারম্যানের স্বাক্ষর জাল করার অপরাধে ২১ দিনের কারাদন্ড ১ হাজার টাকা জরিমানা। নড়াইলের ইতনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর স্বাক্ষর জাল করার অপরাধে এক ব্যক্তি কে ভ্রাম্যমাণ আদালতের জেল জরিমানা করা হয়েছে। সোমবার (২৩ মে) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লোহাগড়া উপজেলার নির্বাহী অফিসার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মো.আজগর আলী।
ভ্রাম্যমাণ আদালতে সূত্রে জানা গেছে, উপজেলার ইতনা ইউনিয়নের চেয়ারম্যান শেখ সিহানুক রহমানের স্বাক্ষর নকল করে জন্মনিবন্ধন, ওয়ারেশ কায়েম সনদ সহ বিভিন্ন ধরনের কাগজ পত্র জাল করার দায়ে ইতনা গ্রামের মো. আলতাফ শেখ এর ছেলে মো. খসরুজ্জামান শেখ (৪০) কে ভ্রামমাণ আদালতে ২১ দিন বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন। এ সময় লোহাগড়া থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালত কে সহযোগিতা করেন।এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজগার আলী সাংবাদিকদের বলেন, চেয়ারম্যান এর সাক্ষর নকল করে বিভিন্ন ধারনের অবৈধ কাজ করার দায়ে আসামী কে জেল জরিমানা করা হয়েছে। আমাদের এ ধারনের অভিযান ভবিষৎ এ অব্যাহত থাকবে।
বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS