
নড়াইলে অভিযান চালিয়ে ইয়াবাসহ যুবককে আটক গোয়েন্দা পুলিশ

উজ্জ্বল রায়, নড়াইল থেকে। নড়াইলে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবককে আটক গোয়েন্দা পুলিশ।
নড়াইল সদর উপজেলার হোগলাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবক কে আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। শুক্রবার (২০ মে) সন্ধায় মোৃ.সোহান বিশ্বাস (২৬) নামে ওই যুবককে ইয়াবাসহ আটক করে পুলিশ।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক দেবব্রত চিন্তাপাত্রের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এর সহযোগিতায় অভিযান চালিয়ে নড়াইল সদর উপজেলার হোগলাডাঙ্গা গ্রাম থেকে ৫০ পিস ইয়াবাসহ সোহান বিশ্বাস নামে ওই যুবক কে আটক করেন। পরে তার পরিহিত প্যান্টের ডান পকেট তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত সোহান বিশ্বাস নড়াইল সদর উপজেলার দৌলতপুর গ্রামের মতিয়ার বিশ্বাস এর ছেলে।
নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক দেবব্রত চিন্তাপাত্র আটকের বিষয় টি নিশ্চিত করে বলেন,গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামী কে আটক করতে সক্ষম হই তার বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
১২ বার ভিউ হয়েছে