প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১২, ২০২৫, ৫:১০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৬, ২০২২, ২:৪৩ অপরাহ্ণ
নড়াইলে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার।

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের চর বল্লাহাটি আঠারো বাকি নদীর চরে বাচ্চু মোল্লার পাট ক্ষেতের পার্শে কাশবনের ভিতর এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৫ মে (বুধবার) রাত সাড়ে ৮ টায় মধ্যবয়সী এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নড়াগাতী থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চর বল্লাহাটি গ্রামে বাচ্চু মোল্লার পাট ক্ষেতের দক্ষিণ পাশে কাশবনের ভিতর লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে অর্ধগলিত যুবকের লাশটি উদ্ধার করে। তবে পুলিশ ও স্থানীয়রা লাশটি শনাক্ত করতে পারেনি।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আঠারো বাকি নদীর পাশে চরে পাট ক্ষেতের দক্ষিণ পাশে কাশবন থেকে এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। পরিচয় শনাক্ত করণের চেষ্টা চলছে। ময়নাতদন্তর রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.