শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

নোয়াখালীতে শিক্ষা অফিসারকে হাতুড়ী দিয়ে পিটানো সে সন্ত্রাসী এলমান ইয়াবা-আগ্নেয়াস্ত্র গ্রেফতার

নোয়াখালীতে শিক্ষা অফিসারকে হাতুড়ী দিয়ে পিটানো সে সন্ত্রাসী এলমান ইয়াবা-আগ্নেয়াস্ত্র গ্রেফতার

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে ১৪ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী এলমান ও তার সহযোগী সবুজকে ইয়াবা এবং আগ্নেয়ান্ত্রসহ গ্রেফতার করেছে সুধারাম থানার পুলিশ। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে ৮০পিস ইয়াবা ও একটি দেশীয় তৈরী এলজি উদ্ধার করে পুলিশ। শুক্রবার (২২ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে নোয়াখালী পৌরসভার উত্তর ফকিরপুর রশিদ কলোনী থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ এলমান (২৫) নোয়াখালী পৌরসভার উত্তর ফকিরপুর গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে এবং তার সহযোগী সন্ত্রাসী সবুজ (২২) উপজেলার দরবেশ গ্রামের আব্দুল মালেকের ছেলে।

পুলিশ জানায়,কয়েক মাস আগে সন্ত্রাসী এলমান ও তার সাঙ্গপাঙ্গরা সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসারকে চাঁদার দাবিতে হাতুড়ি দিয়ে পেটিয়ে গুরুত্বর আহত করে। সে ওই মামলার এজহার নামীয় প্রধান আসামি। এছাড়াও তার বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে। সে এলাকার চিহিৃত দুর্ধর্ষ সন্ত্রাসী।

সুধারাম থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসী এলামান ও তার সহযোগী সবুজকে মাদক-অস্ত্রসহ গ্রেফতার করা হয়। ওই সময় তাদের থেকে ৮০ পিস ইয়াবা ও একটি দেশীয় তৈরি এলজি জব্দ করা হয়। এ ঘটনায় মাদক ও অস্ত্র আ্ইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS