মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের হাজী বাড়ি এলাকায় আগুনে চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় স্থানীয় খোকনের বাড়িতে অগ্নিকাÐের ওই ঘটনাটি ঘটেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাড়ির মালিক খোকন জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় হঠাৎ জহুরুল হকের ঘরে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীদের খবর দিলে তারা আগুন নেভানোর চেষ্টা করে। মুহ‚র্তেই আগুন পাশের চারটি ঘরে ছড়িয়ে পড়ে। এতে আগুনে ঘরের সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ সময় জহিরুল ইসলাম, নজরুল ইসলাম, খোকন ও গাজী আলমসহ চারজনের বসতঘর সম্প‚র্ণ পুড়ে ছাই হয়ে যায়।
সদর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে বসতবাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে।এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বিদ্যুৎ শর্টসার্কিট থেকে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষতির পরিমাণ ৪০ লক্ষ টাকার মত হবে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.