শুক্রবার- ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

নেত্রকোনা-ঢাকা রোডে ভাটি বাংলা এক্সপ্রেস নামে নতুন বাস সার্ভিসের উদ্বোধন 

নেত্রকোনা-ঢাকা রোডে ভাটি বাংলা এক্সপ্রেস নামে নতুন বাস সার্ভিসের উদ্বোধন 

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ “দ্রুত ও নিরাপদ যাত্রী সেবা” দেয়ার প্রতিশ্রুতি দিয়ে নেত্রকোনা- ঢাকা রোডে চালু করা হয়েছে নতুন বাস সার্ভিস ভাটি বাংলা এক্সপ্রেস।
আজ শুক্রবার বেলা ১১টায় হোসেনপুরস্থ আন্তঃজেলা বাস টার্মিনালে ভাটি বাংলা এক্সপ্রেস (প্রাঃ) লিমিটেড এই নতুন বাস সার্ভিস উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে এই বাস সার্ভিসের শুভ উদ্বোধন করেন নেত্রকোনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মাহফুজুল হক। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার, জেলা বিএনপি যুগ্ম আহবায়ক মোঃ মজিবুর রহমান খান, যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, এস এম মনিরুজ্জামান দুদু, সদস্য ফরিদ আহমেদ ফকির, মেহেরুল আলম রাজু, জেলা বিএনপি সাবেক সহ সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান তালুকদার, সাবেক সহ সভাপতি ইমরান খান চৌধুরী, সাবেক সহ সভাপতি সামছুল আলম মারুফ, সাবেক সহ সভাপতি সৈয়দ জাহিদুল আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, তাজ উদ্দিন ফারাস সেন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হক, সাধারণ সম্পাদক এস এস মোয়াজ্জেম হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মিন্টুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ভাটি বাংলা এক্সপ্রেস (প্রাঃ) লিমিটেড এর পরিচালক মোঃ রফিকুল ইসলাম জানান, এই বাস সার্ভিসে ৩২টি নতুন বাস এসি ও নন এসি ঢাকা-নেত্রকোনা রোডে নিয়মিত
চলাচল করবে। আমাদের একমাত্র লক্ষ্য উত্তম যাত্রী সেবা নিশ্চিত করে দ্রুত ও নিরাপদে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়া।
বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS