
নেত্রকোনায় টিটিসি’র উদ্যোগে প্রবাসী কর্মীদের জীবন বীমা বিষয়ক সচেতনতা সভা

এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনা ; নেত্রকোনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর উদ্যোগে ২৫ মে সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘প্রবাসী কর্মীদের জীবন বীমা’ বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ্ আল মাহমুদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী মোঃ আবদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র (বিএমইটি) উপ-পরিচালক মোঃ মাসুদ রানা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নেত্রকোনা টিটিসি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ পিযুষ কান্তি সরকার।
সভায় প্রবাসী কর্মীদের জীবন বীমা ও নিরাপদ অভিবাসন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
৭১ বার ভিউ হয়েছে