প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ১১:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ৪:৩৫ অপরাহ্ণ
নেত্রকোনার দুর্গাপুরে সাড়ে ২৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ সাড়ে ২৬ কেজি গাঁজা ও একটি প্রাইভেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪ (সিপিএসসি)। এ সময় মাদক রাখার একটি ড্রাম, দুইটি করে এন্ড্রয়েড ও বাটন মোবাইল ফোন এবং নগদ টাকা জব্দ করা হয়েছে।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য পাঁচ লক্ষ ৩০ হাজার টাকা। আটককৃতরা মাদক ব্যবসায়ীরা হচ্ছে মাদারীপুরের সদর উপজেলার পূর্ব শিলারচর গ্রামের মৃত সেকান্দার মাতুব্বরের ছেলে মোঃ পলাশ মাতুব্বার (৪২), চর লক্ষিপুর গ্রামের মৃত তারা মিয়ার ছেলে আবুল কাশেম বারী (৬৯) ও একই জেলার রাজৈর থানাধীন মোচরকান্দি গ্রামের মোঃ সালাম শেখের ছেলে রমজান শেখ (৩০)।
রবিবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে এসব তথ্য জানান মিডিয়া অফিসার।
র্যাব জানায়, গত শনিবার রাত ৯টার দিকে র্যাবের একটি আভিযানিক দল নেত্রকোনার দুর্গাপুর পৌর এলাকার দুর্গাপুর-ময়মনসিংগামী পাকা রাস্তার বুরুঙ্গা বাইতুল আতিক জামে মসজিদের সমানে চেক পোষ্ট স্থাপন করে। এসময় একটি মেরুন রংয়ের প্রাইভেট থেকে চার কেজি গাঁজাসহ মোঃ পলাশ মাতুব্বার, আবুল কাশেম বারী ও রমজান শেখ নামে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
র্যাব আরো জানায়, আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুরুঙ্গ গ্রামের মাদক ব্যবসায়ী এরশাদুল হকের (৪৫) বসত ঘরে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ঘরের মেঝের নিচে প্লাস্টিকের ড্রামের মধ্যে থেকে আরও সাড়ে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় এরশাদুল হক পলাতক থাকায় তাকে আটক করা যায়নি।
আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.