
নেত্রকোনার কেন্দুয়ায় হাওর থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনা : নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মোজাফ্ফরপুর ইউনিয়নের বড়তলা গ্রামের ভেঙ্গুরা হাওরে সোমবার দুপুরে বজ্রপাতে তাজ্জত আলী (৪০) নামে এক কৃষকের মুত্যু হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বৃষ্টিপাত শুরু হলে বড়তলা গ্রামের মৃত রূপচান মিয়ার ছেলে তাজ্জত আলী ভেঙ্গুরা হাওর থেকে গরু আনতে যায়। এ সময় হঠাৎ একটি বজ্রপাত হলে তিনি মাটিতে লুঠিয়ে পড়েন। পাশ^বর্তী জমিতে কর্মরত কৃষক রতন মিয়া এ বিষয়টি দেখতে পেয়ে ডাক-চিৎকার শুরু করলে অন্যান্য লোকজন তাজ্জত আলীকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে দ্রæত পার্শ্ববর্তী তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি (তদন্ত) মীর মাহ্বুবুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।