প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ২:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২৫, ৮:২৯ অপরাহ্ণ
নেত্রকোনায় পাহারাদারকে হত্যা করে গরু লুট, ৫ ডাকাত গ্রেফতার

এ কে এম আবদুল্লাহ, নেত্রকোনাঃ নেত্রকোনার দুর্গাপুরে খামারের পাহারাদারকে হত্যা করে সাত গরু লুটের ঘটনায় আরও ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৪ মার্চ) নেত্রকোনার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক, গরু বাঁধার রশি, সেলাইস, স্টিলের কাটার, চাইনিজ কুড়াল, দা, স্টিলের ছুরিসহ বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
এর আগে. গত রোববার গাজীপুর মহানগর ও সিরাজগঞ্জ জেলার সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন, শ্রী কৃষ্ণ দাস (৪২), মো. মিন্টু মিয়া (৩২), মো. হুকুম আলী (৫৭), ফজলু মিয়া (৪৫), মো. ইউনুস আলী (৪৫)।
পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম বলেন, গত ৫ মার্চ রাতে জেলার দুর্গাপুরে 'হাবিবুল্লাহ ফিশারিজ এন্ড ডেইরি ফার্মের পাহারাদার জয়নাল উদ্দিনকে হত্যা করে ৭টি গরু লুট করে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। এ ঘটনার রহস্য উদ্ঘাটন ও অভিযুক্তদের ধরতে মাঠে নামে পুলিশ। এদিকে এ ঘটনায় থানায় হত্যা ও ডাকাতির মামলা হয়। পরে ১০ মার্চ ঘটনায় জড়িত তিন জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে এই ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক, গরু বাঁধার রশি, সেলাইস, স্টিলের কাটার, চাইনিজ কুড়াল, দা, স্টিলের ছুরিসহ বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এ মামলায় মোট ৮ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.