প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৮, ২০২৫, ৯:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০২২, ১০:৫২ পূর্বাহ্ণ
নেত্রকোণায় ভূমি ও গৃহহীনদের মাঝে ৩য় পর্যায়ে ঘর বরাদ্দ উপলক্ষে জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা : মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ৩য় পর্যায়ে (ক শ্রেনীর) ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের উদ্যোগে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
প্রেস কনফারেন্স জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেত্রকোণায় তৃতীয় পর্যায়ে ৩৪৭টি ভূমি ও গৃহহীন পরিবারকে নতুন করে ঘর প্রদান করা হবে। আগামী ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী এসব ঘর আনুষ্ঠানিক ভাবে সারা দেশের ন্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রদান করবেন।
অনুষ্ঠানে মদন উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হবে বলে তিনি জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জিয়া আহমেদ সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সুহেল মাহমুদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদসহ জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দরা।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.