
নেত্রকোণার শ্যামগঞ্জ বিরিশিরি সড়কে দূর্ঘটনা রোধে গণপরিবহনে পুলিশের সতর্কতামূলক অভিযান

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা : নেত্রকোণার শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের দূর্ঘটনা রোধে পুলিশের পক্ষ থেকে মালবাহী ট্রাক চালক ও পরিবহন চালকদের সতর্ককরন অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার পূর্বধলা থানা পুলিশের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানের নেতৃত্ব দেয় পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন জেলা ট্রাফিক ইনচার্জ মোহাম্মদ সালাহউদ্দিন কাজল, পূর্বধলা থানার সেকেন্ড অফিসার আসাদুল ইসলাম।
অভিযান পরিচালনাকালে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম এ সড়কে চলাচলরত পরিবহন চালকদের ড্রাইভিং লাইসেন্স আছে কিনা তা খতিয়ে দেখেন ও সড়কে গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্ক থাকার জন্য সকল চালকদের প্রতি আহবান জানান। আগামী ৩ দিন এই সতর্কতামূলক কর্মসূচি চলবে। পরে এই নিদের্শনা অমান্য করলে চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
৬ বার ভিউ হয়েছে