
নেত্রকোণার দূর্গাপুরে ডিবির অভিযান ১০২ বোতল ভারতীয় মদসহ ৫ মাদক ব্যাবসায়ী আটক

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা : নেত্রকোণা ডিবি পুলিশ বুধবার রাতে সীমান্তবর্তী দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে ১শত ২ বোতল ভারতীয় মদসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
জেলা ডিবি পুলিশ (পশ্চিম) এর অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই আব্দুল ওয়াহাবের নেতৃত্বে ডিবির একটি টিম দুর্গাপুর উপজেলার দুর্গাপুর সদর ইউনিয়নের মিনকি ফান্দা গ্রামের মোহাম্মদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে ১শত ২ বোতল বিভিন্ন ধরনের ভারতীয় মদ জব্দ করে।
এ সময় মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ আলী (২৪), নুরুজ্জামান ওরফে জামাল (২২), কামরুজ্জামান সোহেল(২০), তানিয়া (২০) ও হক মিয়া (২৩) নামক ৫ মাদক ব্যবসায়ীকে আটক করে।পরে, আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
৭৩ বার ভিউ হয়েছে