
নেত্রকোণার দুর্গাপুরে বাসা বাড়ীতে হামলা ভাংচুর, থানায় মামলা

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোণা ; নেত্রকোণা জেলার দুর্গাপুরে সুমেশ্বরী নদীর বালুর ব্যবসা নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেশ কয়েকটি বাসা বাড়ীতে সশস্ত্র হামলা ও ভাংচুরের ঘটনায় দুর্গাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
নিজাম উদ্দিন বাদী হয়ে সাইফুল, নূর নবীসহ ১৭ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরো ১০ জনকে আসামী করে শুক্রবার দুর্গাপুর থানায় এই মামলা দায়ের
করেন।
স্থানীয় এলাকাবাসী, দলীয় নেতাকর্মী সূত্রে জানা যায়, সুমেশ্বরী নদীর বালু ব্যবসা নিয়ন্ত্রণ, পাথরের ব্যবসা নিয়ন্ত্রণ, ডায়ভার্সন রোড থেকে চাঁদা আদায় ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগ নেতা, বালু ব্যবসায়ী, পৌর মেয়র মোঃ আলাউদ্দিন গ্রুপের সাথে দুর্গাপুর উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাদ্দাম আকুঞ্জি গ্রুপের বিরোধ দেখা দেয়।
সাদ্দাম আকুঞ্জির লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ১৭ এপ্রিল সসস্ত্র মহড়া দেয়ার পাশাপাশি ১ নং বালু মহালে দেবথৈল নামক স্থানে ডায়ভার্সন রোড তৈরী করে বালু
পরিবহনে প্রত্যেক ট্রাক থেকে তিনশত টাকা করে চাঁদাবাজি শুরু করায় বালু মহলের ইজারাদার মেয়র আলাউদ্দিনের ডান হাত হিসেবে পরিচিত ধনেশ পত্রনবীশ ১৯ এপ্রিল প্রতিকার দাবী করে জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরই জের ধরে ঈদের আগে সুমেশ্বরী নদী থেকে অবৈধ ভাবে পাথর উত্তোলনের ঘটনায় উপজেলা প্রশাসন কর্তৃক জব্দকৃত পাথর নিলামে বিক্রির দিন সাদ্দাম আকুঞ্জির লোকজন পৌর মেয়র আলাউদ্দিনের নাতি সাআদ ইবনে আলমকে (২১) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই গত ২১ জুলাই রাতে সাদ্দাম আকুঞ্জির লোকজন মেয়র আলাউদ্দিন গ্রুপের নিজাম
উদ্দিনসহ চর মোক্তারপাড়া এলাকার বেশ কয়েকজনের বাড়ীঘরে সশস্ত্র হামলা চালিয়ে
ব্যাপক ভাংচুর করে। প্রায়শই ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া, বাসা-বাড়ীতে হামলা, ভাংচুর ও কুপিয়ে জখমের ঘটনায় আইন শৃংখলার চরম অবনতি হয়েছে। পৌরবাসীর
মাঝে দেখা দিয়েছে এক ধরণের আতংক, জনমনে বিরাজ করছে উদ্বেগ উৎকণ্ঠা।
এ ব্যাপারে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শিবিরুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। সুষ্ঠু তদন্ত পূর্বক ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
২ বার ভিউ হয়েছে