
নেত্রকোণার খালিয়াজুড়িতে বিএনপি নেতাকর্মীদের উপর মামলা

এ কে এম আবদুল্লাহ, নেত্রকোণাঃ নেত্রকোণা জেলার খালিয়াজুড়ি উপজেলার মেন্দিপুর পূর্ব পাড়া গ্রামের আওয়ামিলীগ নেতাকর্মীদের হামলায় বিএনপির সাত জন নেতাকর্মী আহত হওয়ার ঘটনায় মামলা দায়েরের চারদিন অতিবাহিত হওয়ার পরও কোন আসামী গ্রেফতার না হওয়ায় এলাকার জনগণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলার খালিয়াজুড়ি উপজেলার মেন্দিপুর ইউনিয়নের মেন্দিপুর পূর্ব পাড়া গ্রামের জং বাহাদুর চৌধুরীর পুত্র ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জলিল চৌধুরীর সাথে জায়গা জমি ও রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা নিয়ে একই গ্রামের শাহজাহান চৌধুরীর পুত্র আওয়ামীলীগ ক্যাডার আসিফ ইকবাল চৌধুরী শাকিলের সাথে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ৩রা এপ্রিল দুপুর দেড়টার দিকে আওয়ামী ক্যাডার শাকিল গংরা দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে জলিল চৌধুরীর বাড়িতে অতর্কিত হামলা চালায়। এতে মেন্দিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির বর্তমান সভাপতি জলিল চৌধুরীসহ সাতজন গুরুতর আহত অবস্থায় নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। বাকী আহতরা হলেন, হেপি আক্তার (৪৫), খোকা চৌধুরী (২০), নুরুল ইসলাম (৬০), হাবিবুর রহমান (৭০), এসএসসি পরীক্ষার্থী হাসান মিয়া (১৮), মিলন চৌধুরী (৪০)।
এ ঘটনায় মেন্দিপুর ইউনিয়ন বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ওয়াসীম চৌধুরী বাদী হয়ে আসিফ ইকবাল চৌধুরী শাকিলসহ ১০ জনের নাম উল্লেখ পূর্বক আরও অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে খালিয়াজুড়ি থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের চারদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোন আসামি গ্রেফতার না হওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে পুলিশ সুপার মির্জা
সায়েম মাহমুদ পিপিএম এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।
৪ বার ভিউ হয়েছে