শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

নিয়ামতপুরে মাংস ব্যবসায়ী (বুচার) ও ইমামদের প্রশিক্ষণ

নিয়ামতপুরে মাংস ব্যবসায়ী (বুচার) ও ইমামদের প্রশিক্ষণ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে জনস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারী পাবলিক হেল্্থ সার্ভিস জোরদারকরণ প্রকল্পের আওতায় কসাইখানার সুষ্ঠু ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসম্মত উপায়ে মাংস প্রক্রিয়াকরণ ও সংরক্ষনের উদ্দেশ্যে মাংস ব্যবসায়ীদের (বুচার) এবং ইমামদের একদিন ব্যাপি প্রশিক্ষণের আয়োজন করা হয়। ৮ জুন বেলা ১১টায় উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের উদ্যোগে এ প্রশিক্ষন কর্মসূচীর আয়োজন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ইয়ামিন আলীর সভাপতিত্বে প্রশিক্ষন কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষণের বিভিন্ন দিক তুলে ধরেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মুবিন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, ভেটেরিনারী ফিল্প এসিসটেন্ট মোঃ হাফিজুর রহমান, শিপলু, অফিস সহকারী মনিরুল ইসলাম।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS