শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

নিয়ামতপুরে প্রবেশমূল্যের নামে লটারী বিক্রির গাড়ী আটক, ভ্রাম্যমান আদালতে জরিমানা

নিয়ামতপুরে প্রবেশমূল্যের নামে লটারী বিক্রির গাড়ী আটক, ভ্রাম্যমান আদালতে জরিমানা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর তাঁত বস্ত্র ও ক্ষুদ্র কুটির শিল্প মেলার প্রবেশ মূল্যের নামে প্রতিদিনের ড্র এর লটারীর টিকেট বিক্রির অটো চার্জর নিয়ামতপুর উপজেলা প্রশাসন আটক করে। ৮ জুন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বিশেষ অভিযান চালিয়ে সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে এবং থানার সামনে থেকে দুটি অটো চার্জর প্রবেশ মূল্যের নামে লটারীর টিকেট বিক্রির সময় টিকেটসহ আটক করে। অটো চার্জ আটক করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে রাখা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন আটক দুটি অটো চার্জারে টিকেট বিক্রেতাকে তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ হাজার করে দু হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের জেল প্রদান করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, জেলা প্রশাসক স্যার ইতি মধ্যে চিঠি দিয়ে নওগাঁ তাঁত, বস্ত্র ও ক্ষুদ্র কুটির শিল্প মেলার কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে যে, প্রবেশ মূল্য কেবল মাত্র মেলার প্রবেশদ্বারে বিক্রি করতে পারবে অন্য কোথাও না। তার পরেও তারা জেলার বিভিন্ন উপজেলার গ্রামে, হাটে বাজারে বিক্রি করায় আমাদের অভিযান চালিয়ে তাদের আটক করে জরিমানা করতে হচ্ছে। তিনি আরো বলেন, এর পরেও যদি তারা টিকেট বিক্রি বন্ধ না করে তাহলে পরবর্তীতে আর জরিমানা না সরাসরি জেল হাজতে পাঠিয়ে দেওয়া হবে।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS