নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে ওয়ারেন্টভুক্ত, মাদক ও বিভিন্ন মামলার ৬ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ১৩ মে রাত ৭.৫৫টার সময় অফিসার ইন চার্জ হুমায়ন কবিরের নেতৃত্বে এসআই সেলিম হোসেন ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার পাড়ইল ইউনিয়নের জোতমহন গ্রাম থেকে একজনকে দেশীয় চোলাই মদসহ গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃত আসামী হলেন উপজেলার পাড়ইল ইউনিয়নের জোতমহন গ্রামের শ্রী ধীরেন সরকারের ছেলে জনপতি পাহান (৪৫) মাদক, একই দিন সন্ধ্যায় উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ভাদরন্ড শাহপাড়ার রিয়াজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৩০) কে মারামারি এবং বিভিন্ন মামলার কৃষ্ণপাহান মামলা নং- ১১৭/২১, মনিরুল ইসলাম মামলা নং-১২০/১, গনেশ চন্দ্র পাল মামলা নং- ১১৫/১৫, মোজাহার মামলা নং ১১(৪)/২২ কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে অফিসার ইন চার্জ হুমায়ন কবির বলেন, মাদকের বিরুদ্ধে পুরো উপজেলায় আমাদের বিশেষ অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার রাতে পাড়ইল ইউনিয়নের জোতমহর থেবে দেশীয় চোলাই মদসহ একজনকে এবং বিভিন্ন মামলায় আরো ৪জনকে গ্রেফতার করা হয়। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.