নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব – ১৭) এর প্রস্ততিমূলক সভা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আলম মামুনের সভাপতিত্বে বেলা আড়াইটায় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ভাবিচা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ ওবাইদুল হক, নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, হাজিনগর ইউনিয়ন চেযাম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা শিক্ষা অফিসার শহিদুর আলম, একাডেমীক সুপারভাইজার জাকির হোসেন, নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, নিয়ামতপুর সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক অলক কুমার, নিয়ামতপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার ক্রীড়া শিক্ষক দেলোয়ার হোসেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭) ১৭ থেকে ১৯ মে পর্যন্ত চলবে। ১৭ মে সকাল ৮টায় প্রথম রাউন্ড (নক আউট) নিয়ামতপুর ইউনিয়ন বনাম শ্রীমন্তপুর ইউনিয়ন, সকাল ১০টায় হাজিনগর ইউনিয়ন বনাম পাড়ইল ইউনিয়ন, বেলা সাড়ে ৩টায় ১ম সেমিফাইনাল সকাল ৮টার বিজয়ী দল বনাম সকাল ১০টার বিজয়ী দল, ১৮ মে সকাল ৮টায় ১ম রাউন্ড (নক আউট) চন্দননগর ইউনিয়ন বনাম ভাবিচা ইউনিয়ন, সকাল ১০টায় রসুলপুর ইউনিয়ন বনাম বাহাদুরপুর ইউনিয়ন, বেলা সাড়ে ৩টায় ২য় সেমিফাইনাল সকাল ৮টার বিজয়ী দল বনাম বেলা ১০টার বিজয়ী দল। ১৯ মে সাড়ে ৩টায় ফাইনাল খেলা ১ম সেমিফাইনালের বিজয়ী দল বনাম ২য় সেমিফাইনালের বিজয়ী দল।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.