জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঝিনাইদহের শৈলকুপায় গত ইউপি নির্বাচনে বিরোধিতা করায় ব্যবসায়ী ও তার ছেলেকে কুপিয়ে যখম করেছে বিজয়ী মেম্বর প্রার্থীর সমর্থকরা।
সোমবার দুুরুরে উপজেলার আবাইপুর বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গত ৫ জানুয়ারি ৫ম ধাপের ইউপি নির্বাচনে আবাইপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে সদস্য পদে নির্বাচনে অংশ নেয় রবিউল ইসলাম ও বাবর আলীসহ ৩ জন।
নির্বাচনে রবিউল ইসলাম নির্বাচিত হয়। এরই জের ধরে সোমবার সকালে আবাইপুর বাজারে রবিউল ইসলাম নামের আরেক ব্যবসায়ীর দোকানে হামলা চালায় ইউপি সদস্য রবিউল ইসলামের সমর্থকরা। তারা ব্যবসায়ী ও তার ছেলেকে কুপিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.