
নির্বাচনের প্রচার কাজে বাঁধা ও হুশকি ধমকির অভিযোগ এনে সেনবাগে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

মোঃ জাহাঙ্গীর আলম ,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগের আগামী ১৫জুন অনুষ্ঠিতব্য ৭নং মোহাম্মদপুর ইউপি নির্বাচনের রজনীগন্ধা প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রাথীর প্রচারনায় বাঁধা,কর্মী-সমর্থক সমর্থকদের ওপর হামলা ও হুমকি-ধমকির অভিযোগ এনে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ সৃষ্ঠি, ভোটারদের নির্বিগ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতের দাবী ও প্রসাশনের নিকট প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন নোয়াখালীর সেনবাগের ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে রজনীগন্ধা প্রতিক নিয়ে স¦তন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আবুল খায়ের।
সোমবার বেলা ১২টায় সেনবাগের সেবারহাট বাজারে নিজ নির্বাচনী কার্যালয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও কর্ম-সমর্থকদের উপস্থিতিতে ওই সংবাদ মম্মেলনে এক লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে ধরে বলেন নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকে সরকার দলীয় নৌকা মার্কার সমর্থকরা তার নির্বাচনী প্রচারনায় বাধা,কর্মিদের মারধর সহ নানাভাবে হয়রনীর শিকার হচ্ছেন। এসব ব্যপারে স্থানীয় প্রশাসন ও থানায় লিখিত অভিযোগ দিয়েও তিনি কোন প্রতিকার পাননি বলে জানান।
তাই তিন আগামী ১৫জুন অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনকে উৎসব মূখর পরিবেশে অবাদ, নিরপেক্ষ ও সকলের নিকট গ্রহনযোগ্য একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ার জন্য নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।