প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৯, ২০২৫, ১২:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৬, ২০২২, ৮:১৮ অপরাহ্ণ
নারী আইপিএলে খেলবেন অলরাউন্ডার সালমা

ভারতীয় ক্রিকেটপ্রেমীরা এখন বুদ হয়ে আছে ছেলেদের আইপিএল নিয়ে। ২৯ মে পর্যন্ত চলবে আসরটি। এর মধ্যেই শুরু হবে মেয়েদের আইপিএল, যার পোশাকি নাম উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। এবারের আসরটিতে অংশ নেওয়ার জন্য ডাক পেয়েছেন বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার সালমা খাতুন।
২০১৮ সালে শুরু হয় মেয়েদের আইপিএল। ২০১৯ এবং ২০২০ সালে আসরটি মাঠে গড়ালেও করোনার প্রকোপে পরের বছর আর তা সম্ভব হয়নি। পরিস্থিতি এখন প্রায় স্বাভাবিক হয়ে আসায় এ বছর আবার মাঠে গড়াচ্ছে আসরটি। নির্দিষ্ট করে বললে ৩ দলের নারী আইপিএল শুরু হবে ২৩ মে।
ফাইনালসহ চার ম্যাচের ময়দানি লড়াইয়ে আসরের পর্দা নামবে ২৮ মে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে পুনের এমসিএ স্টেডিয়ামে। সব ঠিক থাকলে ১৫-১৬ মের দিকে ভারতের ওই প্রদেশটিতে পাড়ি জমাবেন সালমা। ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ছাড়পত্র পেয়ে গেছেন তিনি।
তবে কোন দলের হয়ে খেলবেন এই অলরাউন্ডার তা এখনও চূড়ান্ত নয়। ধারণা করা হচ্ছে, সবশেষ আসরের মতো ট্রেইলব্লেজার্সের জার্সিতেই দেখা যাবে তাকে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.