
নাটোর কোর্ট পুলিশের মালখানায় দুর্ধর্ষ চুরি – জিজ্ঞাসাবাদের জন্য আটক ৪

নাটোর প্রতিনিধি :; নাটোরৈ জানালার গ্রিল কেটে কোর্ট পুলিশের মালখানায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। পরবর্তীতে তারা নাটোর সার্কেলের অধীনস্থ থানা সমূহের অস্ত্র ও আলামত সংরক্ষণের রুমের তালা ভেঙে প্রবেশ করে এবং আলমারি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ জানিয়েছে, স্বর্ণালংকার ও টাকা চুরি হয়েছে। তবে কী পরিমাণ চুরি হয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) চুরির ঘটনা ঘটলেও আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ চুরির ঘটনা জানাজানির পর নড়েচড়ে বসে প্রশাসন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, চুরি যাওয়া তালিকায় শুধুমাত্র নগদ টাকা ও স্বর্ণালংকার রয়েছে। এখন পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ নথিপত্র চুরির তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। তবে কোর্ট চত্বরে এ ধরনের চুরি ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠেছে নানা প্রশ্ন।
এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। এরইমধ্যে তিনজনকে আটক করে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। তবে তদন্তের স্বার্থে আটককৃতদের নাম প্রকাশ করা হচ্ছে না।
৬ বার ভিউ হয়েছে