
নাটোরে ০১ টি বিদেশী পিস্তল, ০২টি ওয়ান শুটারগান, গুলি ও ম্যাগজিনসহ সহ ০১ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

ইসাহাক আলী, নাটোর, ২৭ জুলাই- নাটোর একটি বিদেশী পিস্তল, ২টি ওয়ান শুটারগান , একটি ম্যাগজিন ও দুই রাউন্ডগুলিসগ সিজান নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
গতরাতে তাকে সদরের তকিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সিজান (২৩) রাজশাহীর চারঘাট উপজেলার শ্রীখন্ডি দক্ষিণপাড়া গ্রামের মোঃ মানিক এর ছেলে।
র্যাব জানায়, র্যাবের মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, নাটোর জেলার সদর থানাধীন তকিয়া বাজার এলাকাস্থ হামজা ফিলিং স্টেশনের পশ্চিম কোণে নাটোর টু রাজশাহী গামী মহাসড়কের উপর ০১ জন সন্দেহভাজন ব্যক্তি অবৈধ মালামালসহ অবস্থান করছে। ্ওই সংবাদ পেয়ে গতরাত ১০ টার দিকে ওই এলাকায় পৌঁছা মাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে ০১ জন ব্যক্তি পালানোর চেষ্টা কালে ঘটনাস্থলেই তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ওই সমস্ত অস্ত্রপাতি উদ্ধার করে পরে নাটোর সদর থানায় মামলা শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।