শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

নাটোরে শুরু হয়েছে সড়ক বিভাগের উচ্ছেদ অভিযান

নাটোরে শুরু হয়েছে সড়ক বিভাগের উচ্ছেদ অভিযান

ইসাহাক আলী, নাটোর, ১৬মে-  নাটোরে শুরু হয়েছে সড়ক বিভাগের উচ্ছেদ অভিযান। নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জানান, শহরের অভ্যন্তরের প্রধান সড়কের চলমান উন্নয়ন ও সম্প্রসারণ কাজের জন্য উভয় পাশের অধিগ্রহণকৃত এবং অবৈধ দখলে থাকা শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।

সকাল ১১টার দিকে সড়ক বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপ সচিব কামরুজ্জামান মিয়ার নেতৃত্বে শুরু হয় উচ্ছেদ অভিযান।অভিযানে নাটোর শহরের বহু পুরাতন স্থাপনা গুড়িয়ে দেয়া হয়।আগামি তিনদিন এ অভিযান চলবে বলে জানান তিনি।৮৪ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে নাটোর শহরের হরিশপুর বাইপাস থেকে বেলঘড়িয়া বাইপাস পর্যন্ত সাড়ে ৫ কিলোমিটার সড়ক সম্প্রসারণ করে দুই লেনে বিভক্ত করার কাজ শুরু হয় ২০১৭ সালে।মামলা সহ নানা জটিলতায় মাঝপথে আটকে ছিল কাজটি।

১৭ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS