ইসাহাক আলী, নাটোর, ১৪ মে- নাটোরে বিএনপির মিছিল পুলিশী বাধায় পন্ড হয়েগেছে। এদিকে ওই বিক্ষোভ মিছিলে যোগ দিতে গিয়ে শহরের স্টেশন এলাকায় সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম সুমন। আহত সুমনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ হামলার জন্য আওয়ামীলীগকে দায়ী করেছে বিএনপি।
আজ শনিবার বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে মিছিল বের করতে পুলিশী বাধায় তা পন্ড হয়ে যায়। পরে তারা দলীয় কার্যালয়ের মধ্যে সংক্ষিপ্ত সভা শেষে এর প্রতিবাদ জানিয়ে বিএনপি নেতারা বলেন, ক্ষমতাশীনরা বিরোধী মতকে সহ্য করতে বাড়ছে না। তাই সব ধরনের কর্মসূচীকে ভয় করে তা সফল হতে দিচ্ছে না কারণ তারা জানে বিএনপি মাঠে নামতে পারলে তারা জনরোষ ঠেকাতে পারবে না। সারাদেশের মানুষ বিএনপির আন্দোলনের সাথে মাঠে নেমে আসবে তাই সকল কর্মসূচী ঠেকাতে সন্ত্রাসী বাহিনী দিয়ে পুলিশ দিয়ে প্রতিহত করছে।
এদিকে এর আগে দলীয় কর্মসূচীতে যোগ দিতে শহরে আসার সময় স্টেশন এলাকায় ছাত্রদল নেতা সুমনের ওপর হামলা করে সন্ত্রাসীরা। আহত সুমনকে প্রথমে নাটোর সদর ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.