প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১১, ২০২৫, ৪:০০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৭, ২০২৫, ৭:৩১ পূর্বাহ্ণ
নাটোরে প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে খাদে, বাবা-মেয়ে নিহত, আহত ২

নাটোর প্রতিনিধি ; নাটোরের লালপুরে বনপাড়া-পাবনা মহাসড়কে গোধড়া এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে বাবা মেয়ে নিহত হয়েছে ও আহত হয়েছে আরও ২জন। নিহতরা হলেন-বগুড়া সদর কৈপাড়া এলাকার আবুল কাশেম মন্ডলের পুত্র শাহারিয়ার শাকিল(৩৫) ও তার মেয়ে সামাইরা খাতুন (২) ।
আহতরা হলেন, প্রাইভেটকার ড্রাইভার অজ্ঞাত ও নিহত শাকিলের স্ত্রী আয়শা আক্তার রুনী (২৬)।
বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে পাবনা-বনপাড়া মহাসড়কের কদিমচিলান ইউনিয়নের গোধড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, যশোর থেকে ছেড়ে আশা প্রাইভেট কার লালপুরের কদিমচিলান গোধড়া এলাকায় আসলে নিয়ন্ত্রন হারিয়ে বাবলা গাছের সাথে ধাক্কা লেগে প্রাইভেটকার দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয়রা এসে গুরুত্বর আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে স্থানীয় বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বাবা ও মেয়েকে মৃত ঘোষণা করে। নিহত শাহারিয়ার শাকিলের স্ত্রী আহত আয়শা আক্তার রুনী পাটোয়ারী হাসপাতালে ভর্তি আছে, আহত প্রাইভেটকার ড্রাইভার কে নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বপনাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.