প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ২:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৮, ২০২৫, ৩:৪২ অপরাহ্ণ
নাটোরে পুকুরে মাছ মারতে গিয়ে ৬ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

নাটোর প্রতিনিধি : নাটোরে পুকুরে মাছ মারতে গিয়ে একে একে পানি থেকে চারটি শর্টগানসহ ৬ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে নাটোর আধুনিক সদর হাসপাতালের সামনে কান্দিভিটুয়া এলাকার তালাবঘাট পুকুর থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে চারটি শর্টগান, ১ টি দোনালা বন্দুক ও ১টি ইয়ারগান।
বিষয়টি নিশ্চিত নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী বলেছেন, দুজন ছেলে শুক্রবার সকালে পুকুরটিতে বরশি দিয়ে মাছ ধরতে ছিলো। হঠাৎ বরশিটি পানির নিচে আটকে গেলে তাদের মধ্যে একজন বরশি ছুটাতে পানিতে নামে। এসময় তারা দেখতে পায় একটি কম্বলের সাথে বরশি আটকে আছে। পরে কম্বল টি খুলে দেখা যায় ১টি ইয়ারগান ও ১ দোনালা বন্দুক। বিষয়টি নাটোর সদর থানা পুলিশকে জানালে পুলিশ এসে আলামত গুলো দেখে। পরে নাটোর ফায়ার সার্ভিসের মাধ্যমে ডুবুরি দল এনে পুরো পুকুররের পানিতে খুঁজতে গিয়ে আরো দুটো পাট ছাড়া ও দুটি পাটসহ মোট চারটি শর্টগান পাওয়া যায়। তিনি আরও বলেন, শনিবার থেকে পুরো পুকুরের পানি ছেঁচে পুকুরে আরো অস্ত্র রয়েছে কি না তা নিশ্চিত হওয়ার জন্য অভিযান চালানো হবে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.