শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

<span class="entry-title-primary">নাটোরে ধানের মজুদ ঠেকাতে প্রশাসনের অভিযান শুরু</span> <span class="entry-subtitle">এক গোডাউন মালিককে দেড় লাখ টাকা জরিমানা তিন দিনের মধ্যে ধান বিক্রির নির্দেশ</span>

নাটোরে ধানের মজুদ ঠেকাতে প্রশাসনের অভিযান শুরু এক গোডাউন মালিককে দেড় লাখ টাকা জরিমানা তিন দিনের মধ্যে ধান বিক্রির নির্দেশ

ইসাহাক আলী, নাটোর, ০১ জুন-  নাটোরে ধান চাল  মজুদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে নাটোর জেলা খাদ্য বিভাগ।

দুপুরে অভিযানের প্রথম দিনে সিংড়া উপজেলার কলম বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরানের নেতৃত্বে অভিযান চালায় খাদ্য বিভাগ।  এ সময় অবৈধভাবে ধান মজুদ এবং লাইসেন্স না থাকায় নীরেন্দ্রনাথ মানি নামে এক ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া গোডাউনে থাকা এক হাজার টন ধান তিন দিনের মধ্যে বিক্রির নির্দেশ দিয়েছে খাদ্য বিভাগ। অভিযানে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন-অর-রশিদ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS