প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ২:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৯, ২০২৫, ৩:১৪ অপরাহ্ণ
নাটোরে ডিসির পুরাতন জঙ্গলে মাটির নিচে মিললো শত বস্তা ব্যালট পেপার

নাটোর প্রতিনিধি ; ষনাটোরের জেলা প্রশাসকের পুরনো বাংলোর বাঁশ ঝাড়ের নির্জন জঙ্গলে মিললো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিপুল পরিমান ব্যালট পেপার। যার বেশির ভাগই সিলমারা। আজ দুপুর সাড়ে ১২টার দিকে ডিসির পুরনো বাংলোর বাঁশঝাড়ের নিচে মাটিতে পুঁতে রাখা ব্যালট পেপারগুলো উদ্ধার করা হয়। তবে বেশির ভাগ ব্যালট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নাটোর- (লালপুর-বাগাতিপাড়া) আসনের। এরআগে গতকাল বিকেলে ডিসির পুরনো বাংলোর পুকুর থেকে ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়' দ্বিতীয় দিনের মতো ডিসির পুরনো বাংলোর ভিতরের পুকুরে অস্ত্র উদ্ধার অভিযান চলছিল। এসময় ব্যালট পেপার গুলো এনএসআই গোয়েন্দা সংস্থার সদস্যদের নজরে আসে। এসময় খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী সহ বিভিন্ন সংস্থা বিপুল পরিমানে ব্যালট পেপারগুলো উদ্ধার করে। তবে ২০২৪ সালের দ্বাদশ জাতিয় সংসদ নির্বাচনের ব্যালটপেপার গুলোর ধ্বংসের জন্য ডিসির বাংলোতে আনা হয়েছিল বলে জানান নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রাশেদুল ইসলাম। তবে এতো পরিমানে ব্যালট পেপার উদ্ধার নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাজাহান। অস্ত্র উদ্ধার এবং ব্যালট উদ্ধারের ঘটনা আমরা খতিয়ে দেখিছি।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.