ইসাহাক আলী, নাটোর, ২২ মে- ; প্রাকৃতিক দূর্যোগ থেকে কৃষিকে রক্ষা করতে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নত করণ প্রকল্পের আওতায় নাটোরে কৃষক, জনপ্রতিনিধি ও কৃষি কর্মকর্তাদের অংশ গ্রহণে দিনব্যাপী রোভিং সেমিনার অনুষ্ঠিত হচ্ছে।
সকালে শহরের হাফরাস্তা এলাকার একটি রেস্টুরেন্টে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খামারবাড়ী ঢাকার সহায়তায় এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে জেলার প্রায় ২০০ জন প্রান্তিক কৃষক , কয়েকজন জনপ্রতিনিধিসহ জেলার কৃষি কর্মকর্তাদের সমন্বয়ে ২২৩ জন উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, এই সেমিনারের মাধ্যমে অংশগ্রহণকারীরা কৃষি আবহাওয়ার তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ করা গেলে বছরে আবহাওয়াজনিত কারণে কৃষির যে ক্ষতি ও আবহাওয়ার বিরুপ প্রভাব থেকে কৃষিকে রক্ষা করা অনেকটা সহজ হবে। আবহাওয়ার তথ্যে কৃষককে সমৃদ্ধ করা গেলে ঝড় জলোচ্ছ্রাসসহ নানা দূর্যোগ থেকেও ফসল রক্ষা করে কৃষকের অর্থনৈতিক ক্ষতি দূর করা যাবে। সেমিনারে আবহাওয়ার তথ্য কিভাবে কোথা থেকে জানা যাবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এর ব্যবহার আরো কিভাবে বাড়ানো যাবে মোবাইল ও বিভিন্ন এ্যাপস ব্যবহার করে কৃষকরা কিভাবে এর সেবা পাবেন সে সব বিষয়ে তথ্য উপাত্ত উপস্থাপনসহ আলোচনা করা হয়।
এতে বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাহমুদুল ফারুক, অতিরিক্ত উপ-পরিচালক সাইফুল ইসলাম , প্রশিক্ষণ কর্মকর্তা ইয়াসিন আলীসহ কৃষি তথ্য অফিসের কর্মকর্তারা।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.