
নাটোরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল সমাবেশ

ইসাহাক আলী, নাটোর, ০৪ জুন- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও তাকে নিয়ে অশালিন মন্তব্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী নাটোরেও বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ।
শনিবার দুপুরে শহরের কান্দিভিটা দলীয় কার্যালয় থেকে নাটোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়।
এ সময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, পৌর মেয়র উমা চৌধুরি জলি, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ সভাপতি কোহেলী কুদ্দুস মুক্তি, সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন গুলোর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।