শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

নাটোরে আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচীতে উত্তপ্ত শহর

নাটোরে আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচীতে উত্তপ্ত শহর

নাটোর, ১২ মে- নাটোরে জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচীতে উত্তপ্ত হয়ে উঠেছে শহর। এনিয়ে শহরের প্রাণ কেন্দ্র পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকাল ও রাতে এসব কর্মসূচী পালন করে দলটির দুই গ্রæপের নেতাকর্মিরা। বিকালে সম্প্রতি সময়ে নাটোরে শহরে অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠান জবর দখল চাঁদাবজি ও সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে জেলা যুবলীগের একাংশ। এ সময় জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান এহিয়ার নেতৃত্বে বক্তারা, গত ২০ ফেব্রææয়ারী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে নতুন কমিটি গঠনের পর জেলার চামড়া ব্যসায়ী বাস মিনিবাস মালিক সমিতি, ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন, দলিল লেখক সমিতি ও সার গোডাউন সহ বিভিন্ন প্রতিষ্ঠান জবর দখল চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ করেন। এই মানববন্ধনে পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান চুন্নু, জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাসসহ এমপি শফিকুল ইসলাম শিমুলের বিপুল পরিমান অনুসারীরা অংশ নেন।

এই কর্মসূচী শেষ হওয়ার কিছুক্ষণ পরই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের কান্দিভিটা দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রলীগ। পরে শহর প্রদক্ষিণ করে শহরের একই স্থানে প্রতিবাদ সমাবেশ করে। এ সময় তারা সাবেক ছাত্রলীগ মাসুদ ও বুলবুলের উপর হামলাকারীদের বিচার দাবি করেন। শহরের বাফা সার গোডাউন এলাকায় হামলায় আহত হন ওই দুই সাবেক ছাত্রলীগ নেতা। এর জন্য এমপি সমর্থকদেরকে দায়ী করেন তারা। এই কর্মসূচীতে নবনির্বাচিত জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান অনুসারীরা অংশ নেন। এ সময় রাখেন জেলা আওয়ামী লীগের নেতা সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সৈয়দ মোর্তজা আলী বাবলু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য এমরান সোনার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট ইসতিয়াক আহমেদ ডলার ও সাধারন সম্পাদক শফিউল আযম স্বপন, শ্রমিক লীগ সভাপতি মইনুল হক এবং জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহিন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে পাল্টাপাল্টি কর্মসূচীতে উত্তপ্ত হয়ে ওঠে নাটোর শহর কানাইখালী এলাকায় পুলিশের কয়েকটি গাড়িকে অবস্থান করতে দেখা যায়। গত ২০ ফেব্রæয়ারী কাউন্সিলের পর পরিস্থিতি শান্ত থাকলেও সম্প্রতি এমপি শিমুল শহরে অবস্থানের পর থেকেই দুই পক্ষই পাল্টা অবস্থানে থাকায় আওয়ামী রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে।

১৪ বার ভিউ হয়েছে
0Shares