
নাটোরের লালপুরে মোটরসাইকেল-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিহত -১, আহত -১

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছে। শুক্রবার বিকেলে বাঘা- ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের গৌরীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মাইদুল ইসলাম উপজেলার চামটিয়া গ্রামের হাজী ইউনুস আলীর ছেলে। এতে একই গ্রামের মহাসেন ি আলীর ছেলে সবুজ আহত হয়েছে। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে উপজেলার গৌরীপুর এলাকায় প্রাইভেটকার ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে মাইদুল ও সবুজ আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাইদুলকে মৃত ঘোষণা করে। আহত সবুজকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
১২ বার ভিউ হয়েছে