
নাটোরের লালপুরে এক নারীর মরদেহ উদ্ধার

ইসাহাক আলী, নাটোর, ২৬ জুলাই- নাটোরের লালপুরে রাশেদা বেগম (৪৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে উপজেলার গোপালপুর পৌরসভার বিজয়পুর মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সে ওই এলাকার আবু তাহের স্ত্রী। সকাল সাড়ে ৬ টার দিকে স্থানীয়রা রাশেদা বেগমের নিজ বাড়ির টিউবওয়েলের পাশে তার লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে লালপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন বলে জানা গেছে। এবিষয়ে লালপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান বলেন, ময়না তদন্তর প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ বলা যাবে।
১ বার ভিউ হয়েছে