ইসাহাক আলী, নাটোর, ১৬ মে- নাটোরের বড়াইগ্রামের জোনাইল এলাকায় এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতার করেছে র্যাব নাটোর ক্যাম্প। গতরাতে মামলার আসামী নাহিদ হাসান ওরফে নাজমুলকে বড়াইগ্রামের মহানন্দাগাছা টানপাড়া এলাকা থেকে গ্রেফতার করে। নাজমুল উপজেলার জোনাইল ইউনিয়নের আজাহার আলীর ছেলে।
এর আগে গতকাল রবিবার বিকালে ভুক্তভোগী মেয়ের বাবা বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলা করেন। এর আগে শনিবার উপজেলার জোনাইল ইউনিয়নের সংগ্রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই ছাত্রী নানার বাড়ি থেকে ফেরার পথে নাজমুল ইসলাম তার হাত ধরে জোরপূর্বক রাস্তার পাশে আখখেতে নিয়ে ধর্ষণ করে। মেয়ের বাবা জানান, মেয়ে বাড়ি ফিরতে দেরি হওয়ায় আমার স্ত্রী মেয়েকে খুঁজতে বের হন। মেয়ের চিৎকার শুনে আমার স্ত্রী আখখেতে গেলে নাজমুল ইসলাম পালিয়ে যায়। অভিযুক্ত নাজমুল ইসলাম সিঙ্গাপুরপ্রবাসী। কিছুদিন হলো দেশে এসেছে। আসার পর থেকেই আমার মেয়েকে রাস্তাঘাটে দেখলে কথা বলার জন্য ফোন নম্বর চাইত।’
তবে অভিযুক্তের মা নাজমা বেগম বলেন, ‘কয়েক দিন পর আমার ছেলে সিঙ্গাপুরে চলে যাবে, যার কারণে মেয়েটির পরিবার পরিকল্পিতভাবে এই অভিযোগ করছে। আমার ছেলে গতকাল শনিবার সকাল থেকে কাগজপত্র নিয়ে নাটোর শহরে অবস্থান করেছে।’
র্যাব নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন জানান, নাহিদ হাসান ওরফে নাজমুল (২৬) ভিকটিমকে ধর্ষণ করার বিষয়টি স্বীকার করেছে। আটককৃত অভিযুক্তকে নাটোর জেলার বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.